লাইফ স্টাইল

মাধুরী দীক্ষিতের হাত থেকে পুরস্কার নিলেন বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২’। এশিয়ার দেশগুলো নিয়ে লাইফস্টাইলভিত্তিক সবচেয়ে বড় এই আসরে মনোনয়ন পেয়েছিলেন বিভিন্ন দেশের নামি-দামি ফ্যাশন প্রতিষ্ঠানের কর্ণধাররা। যেখানে বাংলাদেশ থেকে ‘এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ এ সেরা ফ্যাশন অ্যাডভাইজার-ডিজাইনারের ‘এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পুরস্কার জিতেছেন জেকে ফরেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক। ফ্যাশন অ্যাডভাইজার-ডিজাইনার হিসেবে অনন্য ভূমিকার রাখায় তাকে দেওয়া হয়েছে এই পুরস্কার। ফয়সাল মৃত্তিকের হাতে সম্মাননা তুলে দেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। ভারতের মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বসেছিলো পুরস্কার প্রদানের এই আসর। ছিলো সাংস্কৃতিক আয়োজন।

পুরস্কার প্রাপ্তিতে জেকে ফরেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক বলেন, ‘এটি আমার জন্য অনেক গর্বের। স্বাধীনতার মাসে বাংলাদেশের একজন ফ্যাশন অ্যাডভাইজার হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত। সম্মাননা তুলে দিয়েছেন মাধুরী দীক্ষিত। তার মতো মানুষের হাত থেকে এমন পুরস্কার পাওয়া সত্যি অনেক আনন্দের। এজন্য অনুষ্ঠান আয়োজকদেরও আমি ধন্যবাদ জানাতে চাই।’

সাত বছর ধরে ফ্যাশন জগতে কাজ করছে জেকে ফরেন ব্র্যান্ড। এতো স্বল্প সময়ে এমন বড় প্রাপ্তি সামনে এগিয়ে যাওয়ার পথে পাথেও হয়ে থাকবে বলে জানান ফয়সাল মৃত্তিক। তিনি বলেন, ‘কিছু কিছু পুরস্কার সারাজীবনের সঙ্গী হয়। ‘এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ তেমনই একটি পুরস্কার। সত্যি বলতে এটি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে দেশের ফ্যাশন জগতে অনন্য ভূমিকা রাখবে জেকে ফরেন ব্র্যান্ড। খুব শিগগিরই দুবাই, নিউ ইয়র্কসহ বিশ্বের বেশকটি দেশে জেকে ফরেন ব্র্যান্ডের শো রুমের যাত্রা শুরু হবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল মৃত্তিক।  

সম্পর্কিত সংবাদ

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker