লাইফ স্টাইল

ইতিহাসে আজকের এই দিনে

আজ ২৫ ডিসেম্বর, ২০২২, রোববার। এক নজরে দেখে নিই ইতিহাসের এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

ঘটনাবলী:

সম্পর্কিত সংবাদ

১০০০ – ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১০৬৬ – উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬৯১ – রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।

১৭৫৮ – হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।

১৭৭১ – দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।

১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯২৬ – সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহন করেন।

১৯৬৪ – ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।

১৯৭৪ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।

জন্ম

১৭২১ – উইলিয়াম কলিন্স, ব্রিটিশ কবি।

১৮৬১ – মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও মানবতাবাদী পণ্ডিত।

১৯১৮ – আনোয়ার সাদাত, মিশরের সাবেক প্রেসিডেন্ট।

১৯১৯ – আবু রুশদ, বাংলাদেশের সুপরিচিত লেখক এবং ঔপন্যাসিক।

১৯১৯ – নওশাদ আলী, ভারতের সংগীত পরিচালক।

১৯২৩ – মাজহারুল ইসলাম, বাংলাদেশের একজন প্রথিতযশা স্থপতি।

১৯৩৪ – সত্য সাহা, একজন বাংলাদেশি সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৬৪ – সঞ্জীব চৌধুরী, একজন বাংলাদেশি সাংবাদিক ও সংগীতশিল্পী।

মৃত্যু

১৯৭৭ – চার্লি চ্যাপলিন, বিশ্ববিখ্যাত ব্রিটিশ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

২০১৪ – জিওফ পুলার, ইংরেজ ক্রিকেটার।

২০১৬ – জর্জ মাইকেল, প্রখ্যাত ইংরেজ পপ তারকা।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker