সরিষাবাড়ী

শত্রুদের দেওয়া বিষে মরে ভেসে উঠলো ৫ লাখ টাকার মাছ

পূর্ব শত্রুতার জেরে জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার ছাতারিয়া দক্ষিণ পাড়া গ্রামের ওই পুকুরে মাছ মরে ভেসে উঠে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, তিন মাস আগে ওই গ্রামের মৃত সিরাজ আলী মণ্ডলের ছেলে বেল্লাল হোসেনসহ ৯ জন মিলে তিনবিঘা জমিতে বিভিন্ন জাতের মাছ চাষ করেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বিষ দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বেল্লাল হোসেন পুকুরপাড়ে গিয়ে দেখতে পান প্রায় সব মাছ মরে ভেসে উঠছে।

বেল্লাল হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাসুদ, রব্বানী, রশিদ, বিপুল, আল আমিনের সঙ্গে পারিবারিক বিবাদ চলে আসছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের জেলও খাটান তারা। কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পান। এরই ধারাবাহিকতায় রাতে তারাই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেন।

বেল্লালের ভাতিজা জনি বলেন, তিন মাস আগে বেল্লাল হোসেনসহ কয়েকজনে তিনবিঘা জমিতে মাছ চাষ শুরু করেন। মাছগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। কিন্তু পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য জানান, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগীদের এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নিতে বলেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker