সরিষাবাড়ী

কৃষির পাশাপাশি গাছ লাগানোর আহব্বান: আব্দুর রশিদ এমপি

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কৃষিকাজের পাশাপাশি দেশের তাপ নিয়ন্ত্রণে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমাদের দেশে পর্যায়ক্রমে মানুষ বৃদ্ধি পাচ্ছে। তাতে অক্সিজেন এর পরিমাণ কমে যাচ্ছে। অক্সিজেন বৃদ্ধি ও আবহাওয়া নিয়ন্ত্রণ রাখতে সকলকেই বেশি বেশি গাছ লাগানোর আহব্বান করেন তিনি। অতিরিক্ত গরম প্রতিহত ও দেহকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় কৃষি অফিসে আয়োজিত চিনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Image

এসময় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো: এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌরসভার মেয়র মনির উদ্দিন, কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ প্রমুখ।

উল্লেখ্য; ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত চিনাবাদাম প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।আলোচনা অনুষ্ঠানের পূর্বে যমুনা নদী পাড়হয়ে কাওয়ামারা উল্লাপাড়া চরাঞ্চলের কৃষকদের লাগানো চিনাবাদামের ফসলের মাঠ প্রদর্শন করেন প্রধান অতিথি আব্দুর রশিদ এমপি সহ বিশেষ অতিথিবৃন্দরা। 

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker