ভূঞাপুর

টাঙ্গাইলে বালুর নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া বালুঘাটে রোববার সকালে বালুর স্তুপের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে এক ভেকু (মাটি কাটার যন্ত্র) সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের হাশেম প্রামাণিকের ইজারা নেওয়া সারপলশিয়া গ্রামের ভাবীর ঘাট নামে বালু ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো শ্রমিক জুয়েল (২৪) সিরাজকান্দি গ্রামের অহসান প্রামাণিকের ছেলে।

নিকরাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড সারপলশিয়া গ্রামের ইউপি সদস্য নুহু জানান, শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের হাশেম প্রামাণিকের ইজারা নেওয়া সারপলশিয়া গ্রামের ভাবীর ঘাট নামে বালু ঘাটে বালুর অনেক উঁচু স্তুপে ৩-৪ জন শ্রমিক সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। এ সময় বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক জানান, রোববার সকালে সারপলশিয়া বালুঘাটে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এসময় স্তুপ করে রাখা বালু ধসে পড়লে এক শ্রমিক সেখানে চাপা পড়ে নিহত হন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুর স্তুপের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker