কিশোরগঞ্জ

ইহাও কী সম্ভব?

মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৬/৭ জন শ্রমিকের কাজ একদিনে একাই করে ফেললেন নুরুল আমীন (৩২)।সে পেশায় একজন দিনমজুর। বিভিন্ন মৌসুমে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন। তবে ফসলের মৌসুম না থাকলে কাজ করেন ইটভাটায়। সংসারের একটু সচ্ছলতার আশায় দিনমান হাড়ভাঙা খাটুনি খাটেন তিনি।গতকাল ১৮ এপ্রিল(মঙ্গলবার)    নুরুল আমীন একাই ৫০ শতক জমির ধান কেটে গ্রামের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। নুরুল আমীনের এ কাজ দেখার জন্য প্রচণ্ড গরমের মধ্যেও শত শত লোকের ভিড় জমে।

Image১১ ঘন্টায় ৫০ শতাংশ (৫ কাঠা) বোরো ধান কাটলেন শ্রমিক নুরুল আমিন। এ নিয়ে নান্দাইলে রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে।  জেলার নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের জলিল মিয়ার ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে আলোড়ন সৃষ্টি করেন ওই এলাকার আক্কাস আলীর পুত্র নুরুল আমীন।

ভোর ৪ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টানা ১১ ঘন্টায় সমস্ত ধান কেটে শেষ করেন। ধান কেটে তিনি পেয়েছেন ৩ হাজার ৫ শত টাকা। ধান কাটার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় আলোড়ন সৃষ্টি হলে সকাল থেকে জমির আশে পাশে শতাধিক উৎসুক মানুষ জড়ো হন।

নুরুল আমীন বলেন, আমি সব সময় ২০-৩০ শতক জমির ধান একাই কাটি। কিন্তু গ্রামের লোকজন সেটা বিশ্বাস করতে চান না। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। তাই সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, ৫০ শতক জমির ধান আমি একা এক দিনে কাটব। এ ভাবনা নিয়ে জমির মালিকের সঙ্গে প্রতি ১০ শতক জমির ধান কাটা বাবদ ৭০০ টাকা চুক্তি করি। এক দিনে রোজগার হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker