ইতিহাস ও ঐতিহ্যকিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিলুপ্তির পথে চির-চেনা ঘুঘু পাখি

কিশোরগঞ্জে এক সময় প্রচুর ঘুঘু পাখি দেখা যেতো। আবার কেউ শখের বসে খাঁচায় করে বাসাতেও পুষত। এক  সময়ের চির-চেনা ঘুঘু পাখি এখন হারিয়ে যেতে বসেছে। একটা সময় ঘুঘুর ডাকে মুখরিত হতো হাওরের পরিবেশ। ঝোপ-জঙ্গল খোলা মাঠ বা আশপাশের বড় বড় গাছ আছে এমন কৃষি জমিতেও এদের দেখা মিলত।

সম্প্রতি কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে ঘুরে আগের মতো চির-চেনা এই ঘুঘু পাখিটি তেমন চোখে পড়েনি। দুই একটা বনজঙ্গল ও গ্রামাঞ্চলে দেখা গেলেও তার সংখ্যা খুবই কম।

Image

পাখি বিশেষজ্ঞদের মতে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ও শিকারিদের অত্যাচারের ফলে ঘুঘুর প্রজনন কমে গেছে, খাদ্যে বিষক্রিয়া ও শিকারিদের কারণে আজ বিলুপ্তির পথে ঘুঘু পাখি।

বিশিষ্ট্য সাংবাদিক হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সঞ্জিত চন্দ্র শীল বলেন-প্রকৃতির সঙ্গী ঘুঘু পাখি, শিকারিদের কবলে ও ঝোপ-জঙ্গল কমে যাওয়ায় বর্তমানে এদের সংখ্যাও কমে যাচ্ছে। প্রায় বিপন্ন হয়ে যাচ্ছে এই সুন্দর পাখিটি।অবাধে গাছ গাছড়া ও বন জঙ্গল ধ্বংস হওয়ায় শুধু ঘুঘু নয় সব প্রাণীই হুমকির মুখে।

আরো দেখুন

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button