পটুয়াখালীসারাদেশ

সমঝোতার চুক্তিতে স্বাক্ষর করলো পবিপ্রবি এবং ইডব্লিউএস নলেজ ট্রান্সফার

নুশরাত জাহান মালিহা /পবিপ্রবি প্রতিনিধি:

গত ২৯/৬/২০২১ ইং তারিখে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ড ভিত্তিক ইস্ট ওয়েস্ট সিড নলেজ ট্রান্সফার ফাউন্ডেশন এর মাঝে একটি চুক্তি স্বাক্ষ্যরিত হয় । চলমান করোনা প্রেক্ষাপটে সংক্ষিপ্ত পরিসরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত, রেজিস্ট্রার ডঃ মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইস্ট ওয়েস্ট সিড নলেজ ট্রান্সফার ফাউন্ডেশন এর বাংলাদেশ প্রতিনিধি ইয়াসিন কবির, টিম লিড ইমাদ মূস্তাফা মত বিনিময় করেন । উক্ত অনুষ্ঠানে ভবিষ্যতের স্নাতক পর্যায়ের কৃষি শিক্ষার্থীদের প্রথম বারের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম এর আওতায় নিয়ে আসার জন্য রুপরেখা প্রনয়ন এবং পরিবেশ গবেষণা, ডিজিটাল সরঞ্জাম, মাটির স্বাস্থ্য, লবণাক্ততা, কীটপতঙ্গ ও রোগের ভ‚মিকা, খামার অর্থনীতি, সপ্রসারণ ও বিতরণ এর মতো বিষয় নিয়ে আলোচনা করা হয় । এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহারিক সবজি উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ, ইডব্লিউএস নলেজ ট্রান্সফার দ্বারা নির্মিত প্রশিক্ষণ উপকরণ এবং মডিউল, গবেষণার জন্য খামার অর্থনীতি, শস্যের কার্যকারিতা এবং তাজা শাকসব্জির বাজারমূল্যের তথ্য সম্পর্কিত ইডব্লিউএস নলেজ ট্রান্সফার এর ডাটাবেজ অ্যাক্সেস করতে পারবে ।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker