সারাদেশ

সজনের কেজি ৪০০ টাকা

খুলনায় নানা ঔষধিগুণে ভরপুর সজন ডাটার ভালো ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে দেশি সজনে। কিন্তু দাম চড়া। কৃষকরা কেজি প্রতি ১৮০-২০০ টাকা দাম পেলেও খুচরা বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা। এতে বেকায়দায় পড়েছেন সজনে ডাটার ক্রেতারা।

বুধবার (১ মার্চ) নগরীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকটা সবজির দোকানে সজনে ডাটা পাওয়া যাচ্ছে। এমনকি ভ্যান ও ফুটপাতের দোকানেও অন্য সবজির সঙ্গে সজনেও শোভা পাচ্ছে।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা ও মনি জানান, আকারভেদে তারা সজনে ডাটা বিক্রি করছেন বিভিন্ন দামে। ৬ থেকে ১০ ইঞ্চির সজনের দাম কেজি প্রতি ৩০০ টাকা। এর থেকে একটু বড় সাইজের সজনে কেজি প্রতি ৪০০ শত টাকা।

অপরদিকে নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের বিক্রেতা হায়দার বলেন, ‘আমার এখানে যে সজনে একেবারেই নরম সেগুলো বিক্রি করছি ৪০০ টাকা। একটু শক্ত হয়ে যাওয়া সজনে ৩০০ টাকা রাখছি।’

বাজারে সবজি কিনতে আসা শেরে বাংলা রোডের বাসিন্দা গৃহিণী আবিদা রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবার শহর ও গ্রামের বিভিন্ন এলাকার গাছগুলোতে সজনের ব্যাপক ফলন দেখা গেছে। সজনের দাম এতো বেশি হওয়া মোটেও ঠিক না। ব্যবসায়ীরা জোট পাকিয়ে সজনের দাম বেশি নিচ্ছেন।’

খুলনা বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা ইউনিয়নের সজনে চাষি ইমরান হোসেনের ৯টি গাছে এবার সজনে হয়েছে। হত কয়েকদিন ধরে ২০০-২২৫ টাকা কেজি দরে সজনে বিক্রি করেছেন। বুধবার থেকে সে সজনে ১৮০ টাকা কেজি বিক্রি করছেন।

ইমরান হোসেন বলেন, দাম ভালোই পাচ্ছি। তবে শুনলাম খুচরা বাজারে সজনের দাম বেশি রাখা হচ্ছে।

ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরেক চাষি জহিরুল ইসলাম বলেন, বাড়ির পাঁচটি গাছের সজনে বিক্রি করছি। এর মধ্যে তিনটা গাছের সজনে গাছ ধরেই বিক্রি করেছি। অপর দুটি গাছের সজনে কেজি দরে বিক্রি করছি। প্রতিকেজি সজনে ১৮০-২৩০ টাকা দরে পাচ্ছি।’

খুলনা ট্রাক টার্মিনালের পাইকারি কাঁচা বাজারের আড়তদার ইব্রাহিম মন্ডল জাগো নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে বাজারে সজনে আসতে শুরু করেছে। তবে পরিমাণ খুব বেশি নয়। আড়তে সজনে বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। এ দামের ওপর আছে আড়তদারীসহ পরিবহন খরচও।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker