কমলগঞ্জভ্রমণমৌলভীবাজারসিলেট

চারদিকে সবুজ চা- বাগানে ঘেরা, মধ্যখানে মুগ্ধতা ছড়াচ্ছে দৃষ্ঠিনন্দন লেক

রকিবুল ইসলাম নয়ন, কমলগঞ্জ প্রতিনিধি:
চারদিকে সবুজ চা- বাগানে ঘেরা,  মধ্যখাানে মুগ্ধতা ছড়াচ্ছে দৃষ্ঠিনন্দন লেক।  বলছিলাম মৌলভিবাজার জেলার কমলগঞ্জের ৮নং মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া লেকের কথা।
পদ্মছড়া লেক ~ কমলগঞ্জ, মৌলভীবাজার ~ Poddochora lake, Komolgonj, Moulvibazar - YouTube
শীতকালে পানি শুকিয়ে গেলেও বর্ষাকালে থাকে লেক ভর্তি পানি।  ইতোমধ্যেই এই লেকটিকে সংরক্ষনের জন্য বিভিন্ন উন্নয়নমুলক কাজ শুরু করেছে ৮নং মাধবপুর ইউনিয়ন। লেকের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছও লাগানো হয়েছে।
মাধবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জনাব মোতাহের আলী জানান,  করোনা মহামারি উঠে গেলে পর্যটকের জন্য উন্মুক্ত করে দেয়া হবে লেকটি।  মোলভিবাজার জেলাটি পর্যটন নগরি আর এর মধ্যে কমলগঞ্জেই রয়েছে বেশিরভাগ পর্যটন স্পট।  পদ্মছড়া লেকটিও নতুন ভাবে জেগে উঠবে পর্যটকদের জন্য আর এই লেকটিকে ভ্রমনপ্রেমিদের জন্য আরো দৃষ্টিনন্দন করে তুলা হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker