আবহাওয়া ও জলবায়ুকালিয়াকৈর

কালিয়াকৈরে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট, গলে যাচ্ছে সড়কের বিটুমিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর- মাওনা আঞ্চলিক সড়কের কয়েকটি এলাকায় মঙ্গলবার দুপুরে পর থেকে সড়কের বিটুমিন গলে যেতে দেখা গেছে। এতে ওই সড়কে যানবাহন খুব কম সর্তকতার সাথে চলতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কালিয়াকৈর বাজার এলাকা থেকে একটি আঞ্চলিক সড়ক ফুলবাড়িয়া বাজারের উপর দিয়ে শ্রীপুর উপজেলার মাওনা পর্যন্ত সড়কের কালিয়াকৈর অংশের কুতুব দিয়া, মেদিয়া শোলাই, মেদি বাজার এলাকায় প্রচন্ড তাপে এ সড়কের বিটুমিন গলে যেতে দেখা গেছে। এই সড়ক দিয়ে অতিক্রম করার সময় পায়ের জুতা বিটুমিনের সাথে আটকে যাচ্ছে। সড়ক যানবাহনের চাকায় বিটুমিন লেগে যানবাহন ধীরগতিতে চলছে।

মেদিয়াশোলাই এলাকার কৃষক বাহার উদ্দিন, নাছির আহমেদ বলেন, গত বিশ বছরের মধ্যে এরকম তাপমাত্রা হয়নি। এবারের তাপমাত্রা বেড়ে গিয়ে সড়কের বিটুমিন গলে যাচ্ছে।

মেদি বাজার ব্যবসায়ীরা বলেন, দুপুরের পর থেকে গরমের কারণে সড়ক ফাঁকা হয়ে যায়। মানুষজন দেখা যায় না। ব্যস্ত এই আঞ্চলিক সড়ক জনশূণ্য হয়ে পড়ে।

Image
কালিয়াকৈর-ফুলবাড়ী সড়কের মেদিয়শুলােই স্থানে প্রচন্ড গরমে গলে যাচ্ছে সড়কের পিচ ঢালাই। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মিশন নাইনটি

সিএসজি চালক আব্দুল মালেক মুন্সি ও পিকআপ চালক ফয়সাল হোসেন ও প্রাইভেটকারের চালক সোহেল মাহমুদ বলেন, সকালেও সড়ক দিয়ে গাড়ি নিয়ে গিয়েছি। তখন পিচঢালাই ভালই ছিল। কিন্ত দুপুরের পর ফেরার সময় দেখি সড়কের পিচ গলে গেছে। গাড়ি নিয়ে চলার সময় কেমন যেন গাড়ি সেদিক সেদিক যাচ্ছে। তখন মনে করলাম পিচ গলে যাওয়ার কারনে এমন হচ্ছে।

ট্রাক চালক আমিনুল ইসলাম বলেন, ট্রাকে ইট নিয়ে ফুলবাড়ীয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্ত সড়কের মেদিয়াশুলাই স্থানে আসলে ট্রাকের চাকা কিছুটা ডেবে যাচ্ছে। তখন নিচের দিকে তাকিয়ে দেখি সড়কের পিচ গরমের কারণে গলে গেছে।

পথচারী আয়নাল হক বলেন, প্রচন্ড গরমের কারণে গত কয়েকদিন ধরেই সড়কের বিভিন্ন স্থানের বিটুমিন ঘেমে নরম হয়ে যাচ্ছে। সড়কের উপর দিয়ে হেটে যাওয়ার সময় পায়ের জুতা গলে যাওয়া পিচে আটকে যাচ্ছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ বলেন, প্রচন্ড গরমের কারণে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের কয়েকটি স্থানে সড়কের
পিচ ঢালাই গলে গেছে। গলে যাওয়া স্থানে গরম কমানোর জন্য সড়ক জনপথ বিভাগের কর্তৃপক্ষকে বলা হয়েছে। ইতিমধ্যে তারা গলে যাওয়া স্থানের উপর বালু দিয়ে ডেকে দিচ্ছে যাতে গরমে সড়কের বিটুমিন না গলে যায়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker