সুনামগঞ্জ

ছাতকে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, বিশেষ প্রতিনিধ:

১৬ মার্চ শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ বেতারের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান উন্নয়ন-বার্তা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ সামাজিক সচেতনতাসহ স্বাস্থ্য সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার ইউআরসি ইনস্ট্রাক্টর মো: মোস্তফা, তথ্য সেবা কর্মকর্তা সাবিহা মুস্তারি, প্রেস ক্লাবের সভাপতি বিজয় রায়, শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রামাণ্য অনুষ্ঠান ধারণ ও সঞ্চালনা করেন বেতার উপস্থাপক সজীব দত্ত।

অনুষ্ঠান সম্পর্কে মুঠোফোনে বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান বলেন, শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষ- এরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না। তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker