সুনামগঞ্জ

সুনামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জালাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত সুনামগঞ্জ।

আজ (৯ ই মার্চ ২০২৩) জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জাকিয়া পারভীন এই রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।

আসামি জালাল উদ্দীন সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছরচর গ্রামের ছুবান মিয়ার ছেলে। পার্শ্ববর্তী উপজেলা জামালগঞ্জের ফেকুল মাহমুদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে গোলাম জিলানীর মেয়ে সামিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আসামী জালাল উদ্দীন।

আদালত সূত্রে জানা যায়, বিবাহ পরবর্তী হতে তাদের মধ্যে নানাবিধ ঝায়-ঝামেলা থেকেই এই হত্যা। স্ত্রী সামিয়ার ওপর স্বামী জালাল উদ্দীনের অমানুষিক নির্যাতন লেগেই থাকতো সব সময়। এর জের ধরেই গত ৩০ শে অক্টোবর ২০২০ সালে সামিয়ার বাবার বাড়ি ফেকুল মাহমুদেরই রাতের আঁধারে নিজ শ্বশুরালয়ে সামিয়াকে বটি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে আসামি জালাল উদ্দীন।

গুরুতর আহত সামিয়ার চেচামেচিতে পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।

অতঃপর এজাহারভূক্ত আব্দুল গফুর জামালগঞ্জ থানায় মামলা দায়ের করলে দীর্ঘ বিচারকার্য শেষে আদালত এ রায় ঘোষণা করে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button