সুনামগঞ্জ

যাদুকাটা নদীতে পনাতীর্থ গঙ্গা স্নান উৎসব

দেশের উত্তর-পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় তীর্থ স্থান সুনামগঞ্জের যাদুকাটা নদী। লাখো ভক্ত-পুণ্যার্থীদের সমাগমে অদ্য (১৯শে মার্চ) মধু কৃষ্ণা ত্রয়োদশী রজনীতে সম্পন্ন হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব পনাতীর্থ গঙ্গা স্নান। 

আরো পড়ুন: এবার মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

প্রতি বছর সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে অনুষ্ঠিত হয় এই গঙ্গা স্নান। 

শ্রীমান অদ্বৈত আচার্য তার মায়ের ইচ্ছে পূরণের জন্য ১৫১৬ সালে যাদুকাটা নদীতে সপ্ততীর্থ বারী অবগাহন করলে সেই হতে যুগ যুগ ধরে পুণ্য লাভের আশায় প্রতি বছর এখানে পুণ্য স্নান করে আসছে লাখো ভক্ত কূল।

আরো পড়ুন: লাউয়াছড়া বনে হঠাৎ আগুন, পুড়ল গাছপালা

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এখানে স্মান করলে পাপ মোচন হয়। 

তারই পরিপ্রেক্ষিতে প্রতি বছর অদ্বৈত পূণ্যাহ স্মৃতি বিজড়িত স্থান ও সাধনা ফসল পনাতীর্থ আজ অবধি তার স্মৃতি বহন করে চলছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button