মৌলভীবাজার

দানবাক্সের টাকা লুটের সময় ধরা যুবলীগ নেতা, গণধোলাই

মৌলভীবাজারের কুলাউড়ায় যুবলীগ নেতা সুফিয়ান আহমদ (৩৫) মাজারের দানবাক্স ভেঙে টাকা নেওয়ার চেষ্টাকালে জনতার হাতে আটক হন। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিযয়নের রেহেনা চা-বাগান এলাকায় অবস্থিত হযরত শাহ সুন্দর (রহঃ) মাজারে এ ঘটনা ঘটে।

এর আগে, গত শুক্রবার কুলাউড়ার গাজীপুর বিটের আওতাধীন হারারগজ রিজার্ভ ফরেস্ট থেকে পিকভ্যানে করে কাঠ পাচারকালে হাতেনাতে ধরা খান ওই যুবলীগ নেতা। তবে বন বিভাগের মামলায় তার নাম দেওয়া হয়নি।

চা-বাগান কর্তৃপক্ষ, বাগানের শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সুফিয়ান এক বাগান কর্তৃপক্ষ ও মাজার কমিটি তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেন। এরপরও সুফিয়ান মাজারের নিয়ন্ত্রণ নিতে বিভিন্নভাবে চেষ্টা চালান। বুধবার বিকেলের দিকে সুফিয়ান প্রথম দফায় মাজারে গিয়ে জোরপূর্বক দানবাক্সের তালা ভাঙার চেষ্টা চালান। খবর পেয়ে বাগানের কয়েকজন শ্রমিক ছুটে গিয়ে তাঁকে বাধা দেয়। এ সময় তিনি তাঁদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে সেখান থেকে চলে যান। পরে সন্ধ্যার দিকে সুফিয়ান তার লোকজনদের নিয়ে দেশীয় অস্ত্রসহ আবারও সেখানে গিয়ে দানবাক্সের তালা ভেঙে টাকা নেওয়ার চেষ্টা চালান। এ সময় বাগানের শ্রমিকেরা পাগলা ঘন্টি বাজালে বাগানের শ্রমিকরা জড়ো হয়ে তাঁকে আটকিয়ে পিটুনি দেয়।

পরে তাঁকে বাগানের ভেতর আটকে রাখা রেখে পুলিশকে খবর দেয় শ্রমিকরা। রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া থানার পুলিশ তাকে উদ্ধার করে। সুফিয়ানের বাড়ি পৌর শহরের উত্তর লস্করপুর এলাকায়। তিনি কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

রেহেনা চা-বাগানের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, সুফিয়ান জোর করে মাজারের দানবাক্স ভেঙে টাকা নেওয়ার চেষ্টা চালান। হুমকি-ধামকি দেওয়ায় বাগানের শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে আটকে রাখেন। এ ব্যাপারে বাগানের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। সুফিয়ানকে ৫৪ ধারায় প্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালেই মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, দলীয় পদ ও বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে সুফিয়ান অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker