মৌলভীবাজারলকডাউনের খবর

লকডাউনে বসেছে পশুর হাট, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের মধ্যেই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বসেছে হাট বাজার। শুক্রবার দুপুর থেকে উপজেলার আদমপুর বাজারে গরুর হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। হাটে আসা লোকজনের মুখে ছিল না মাস্ক । সর্বাত্মক লকডাউনের মধ্যেও আদমপুরে এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শুধু বাজারই সীমাবদ্ধ নয় সন্ধ্যা সাড়ে ৬ টায় দেখা যায় সব দোকানপাঠ খোলা রয়েছে।
বাজার পরিচালনা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এই বাজার ইজারা নেওয়া সপ্তাহিক প্রতি সোমবার ও শুক্রবার বাজার বসে, প্রশাসন পক্ষ থেকে আগাম গরুর হাট বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
ক্রেতা-বিক্রেতারা চলে আসায় আমাদের কিছু করার নেই। কিন্তু প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা না করায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি। এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করেন, প্রশাসন এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় হাট-বাজার বন্ধ রাখা সম্ভব হয়নি। কমলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় গরুর হাট হয় আদমপুর বাজারে। প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার এ হাট-বাজার বসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আশেকুল হক জানান, গরুর হাট বসানো কোনো অনুমতি নেই। সরকারি নির্দেশনা অমান্য করে গরুর হাট বসানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button