ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার পোর্টাল টি হাঁটি হাঁটি পা পা করে সংবাদ প্রকাশের ৩ বছর অতিক্রম করে চতুর্থ বছরে পদার্পণ করেছেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২৮ জুন ২০২২) বিকেলে চারটায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও উপ-সম্পাদক আবুল হাসান এর সভাপতিত্বে অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরীদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সম্পাদক মাসুদ রানা পলক।

এসময় তিনি প্রতিষ্ঠানটির ৩ বছরের ইতিহাস নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। এসময় তিনি বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি পাঠকদের ভালবাসা ও অনুপ্রেরণায় ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার ৩ বছর যাবত সফলতার সাথে কাজ করে আসছে। বর্ষপূর্তির এই বিশেষ দিন উপলক্ষে পত্রিকার পরিবারের পক্ষ থেকে পাঠক ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করার যে উদ্দেশ্য নিয়ে এর পথচলা শুরু করেছিলেন সেই পথচলায়, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার গণমানুষের মুখপত্র হিসেবে আগামী দিনগুলোতেও একইভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব মোঃ শামসুজ্জামান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের দুই দুইবারের সফল চেয়ারম্যান সোহাগ হোসেন , অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টাইগার হোসেন, অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, অনলাইন প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দসহ ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপার পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker