রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক গোলাপ ৬০ টাকা, ফ্লাওয়ার ক্রাউন ১২০

বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুলের দামে ঊর্ধ্বগতি। একেকটি গোলাপ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, ইবলিশ চত্বর, প্যারিস রোড, সিরাজী ভবনসহ বিভিন্ন জায়গায় বসা ফুলের স্টলগুলোতে এ চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বিক্রেতারা প্রতিটি গোলাপ বিক্রি করছেন ৬০ টাকায়। যেগুলো সাধারণ সময়ে বিক্রি হয় ২০ টাকায়। বড় আকারের ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। জার্বেরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

May be an image of 5 people, people standing, flower and outdoors

অন্যদিকে প্রতিপিস ফ্লাওয়ার ক্রাউন বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। যা সাধারণ সময়ে বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকায়। এছাড়া গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ৫০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফুল বিক্রি করছেন রমজান হাসান ও তার বন্ধুরা। তারা বলেন, ‘আজ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব। তাই ফুলের দাম সাধারণ দিনের তুলনায় বেশি। আমাদেরও চড়া দামে ফুল কিনতে হয়েছে।’

সাবিহা নামের এক শিক্ষার্থী বলেন, ‘একটি গোলাপ কিনেছি ৫০ টাকা দিয়ে। অন্যসময় যার দাম ১০ টাকা। তবে এতে আমার আক্ষেপ নেই। একটি গোলাপ বিশেষ দিনে একটু বেশি দামে কিনতেই পারি।’

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker