টাঙ্গাইল

সখিপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ

সখিপুরের সরকারি মুজিব কলেজ মোড়ে অসামাজিক কার্যকলাপ বন্ধে ও ষড়যন্তমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের সরকারি মুজিব কলেজ মোড়ে, সখিপুর -গারোবাজার সড়কে ৬ টি গ্রামের বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনপ ওই ৬ গ্রামের প্রায় সহস্রাধিক নারীপুরুষ অংশ নেয়।  মানববন্ধনে স্থানীয়  বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সভাপতিত্বে, বীরমুক্তিযোদ্ধা, এস,এম আবদুল্লা মিয়া,মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মুক্তিযোদ্ধা মোখলেছ আলী,সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, শহিদুল ইসলাম শহিদ,অধ্যাপক,কাজী হাকিম উদ্দিন, ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছত্রছায়ায় ওই গ্রামের হাসমত আলীর মেয়ে হাছিনা দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।তোরাব আলী বীরমুক্তিযোদ্ধা হয়েও এ ধরণের অসামাজিক কাজ ও হাছিনা আক্তার কে প্রশয় দেয়ার বিষয়ে মানববন্ধন কারী দুঃখজনক বলেছেন। মানববন্ধন কারী রা আরো বলেন -হাছিনা আক্তারের অপকর্মে বাধা দিতে গেলে এলাকার কয়েকজন যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।এসময় বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় মানববন্ধনকারীরা।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker