কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৬০ জন অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র, শুভেচ্ছা বিনিময় ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই বস্ত্র বিতরণের আয়োজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর মেয়র মো: আব্দুল কাইয়ুম খোকন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, সাবেক অধ্যক্ষ সুধন চন্দ্র দাস, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক তাপস, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক তাপস দেবনাথ, কুলেশ্বরী বাড়ী দেবালয়ের পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজীব চন্দ্র মোদক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker