গাজীপুর

আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ৬০টি ঘরের দলিল হস্তান্তর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুইটি এলাকায় বুধবার সকালে ভুমিহীনদের জন্য নির্মিত ৬০টি ঘরের দলিল হস্তান্তর করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদেও সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ভুমিহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তরিত অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম প্রমুখ।

আরো পড়ুন: বিমানের ইমেইল সার্ভার হ্যাকারদের দখলে, বিপুল অর্থ দাবি, সব তথ্য ফাঁসের হুমকি

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৬০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে আনুষ্ঠানিকভাবে ওই ঘর হস্তান্তরের ঘোষণা দেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা সারোয়ার আলম জানান,উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গাবান এলাকায় ৩৬টি ও হাটুরিয়াচালা এলাকায় ২৪টি ঘরসহ ৫০টি ঘরের দলিল দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কাশিমপুরে কাউন্সিলর লিটনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

শিঘ্রই বিদ্যূৎ সংযোগ পেলে ভুমিহীনরা সেই ঘরে বসবাস শুরু করবেন। উপজেলার বিভিন্ন এলাকায় ৩৮০টি ঘর ইতি মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দেওয়া হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা এ পর্যন্ত ৩শত ৮০ গৃহহীন পরিবারের মধ্যে আমরা সফলভাবে ঘর বিতরণ করেছি। আরও ৬০টি ঘরের দলিলপত্রসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker