টাঙ্গাইল

টাঙ্গাইলে তিনটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ারকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। বুধবার (২২ মার্চ) সকালে ভার্চুুয়ালী যুক্ত হয়ে এ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উপজেলার ২৩৮টি নব-নির্মিত ঘর ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

আরো পড়ুন: আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ৬০টি ঘরের দলিল হস্তান্তর

সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনসহ গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: যশোরের শার্শায় ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী

এর আগে গোপালপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া জেলার অন্য উপজেলাগুলোতে আয়োজিত অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker