ঢাকা

ব্যস্ত রাস্তায় এলোপাতারি গুলি, প্রাণ গেলো দুইজনের

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে রাতে সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন টিপু (৫৪) ও সামিয়া আরেফিন প্রীতিকে (২৪) মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন মুন্না চিকিৎসাধীন, তিনি নিহত জাহিদ হোসেন টিপুর গাড়িচালক বলে জানা গেছে। নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুন্নার ভাষ্যমতে, তাঁর মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়িযোগে শাজাহানপুরের বর্তমান বাসায় যাচ্ছিলেন তিনি। শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁরা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে টিপুর মৃত্যু হয়।

নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, গোলাগুলির ঘটনার সময় তাঁরা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রীতিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ও সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker