গলাচিপাপটুয়াখালীসারাদেশ

আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা’য় বিজয়ী গলাচিপা সরকারি কলেজের আকিব

মুজিব বর্ষ উপলক্ষে প্রথমবারের মতো আইসিটি বিভাগ আয়োজিত দ্বি-ভাষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা মুজিব অলিম্পিয়াডে ‘আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা’য় বিজয়ী হয়েছেন গলাচিপার এ এম এন আকিব।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠা এক তরুণ। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছেন নিজের প্রতিভার আলো, দেশের হয়ে এনেছেন সম্মাননা। সদ্য এইচএসসি পাস করা এই তরুণ হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে আইডল। শিক্ষা জীবনে মাধ্যমিক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও উচ্চ মাধ্যমিক
গলাচিপা সরকারি কলেজ থেকে শেষ করে কাজ করছেন তরুণদের নিয়ে –
“Youth is the Power if they wants they can change the whole world” – এই যুক্তিতে বিশ্বাসী আকিব বিশ্বের তরুণদের একই মঞ্চে দাঁড় করিয়েছেন “International Youth Development Society” প্রতিষ্ঠার মাধ্যমে।
আজ ১৪ জুলাই (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন  মুজিব অলিম্পিয়াডে ‘আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা’য়
পুরষ্কারের ১ লক্ষ টাকার চেকটি তুলে দেন এ এম এন আকিবের হাতে। এসময় জেলা প্রশাসক তার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করার জন্য উপদেশ দেন।
মুজিব অলিম্পিয়াডে ‘আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা’য়  বিজয়ী এ এম এন আকিব পুরষ্কার হাতে পেয়ে জানান, আলহামদুলিল্লাহ!  জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য অর্জনের মধ্যে শ্রেষ্ঠতম এটি।
শুধুমাত্র লাখ টাকার জন্য নয় এ অর্জনের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে আমাদের বাঙালি জাতিসত্ত্বার অস্ত্বিত্ব তথা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের অম্লান স্মৃতি।
সত্যিই এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। অন্তরের অন্তস্থল থেকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পরম শ্রদ্ধেয় পিতামাতা ও ছোট ভাই  কে যাদের উৎসাহ ও সহযোগিতায় আমার এ বিজয়।  পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমার ভিডিওটি দেখে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন ও অন্যদের দেখবার সুযোগ করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
তিনি আরো জানান আমার উৎফুল্ল হওয়ার আরও একটি কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা আমি দেশ – বিদেশের  ২৬ হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Mujib100 (মুজিব শতবর্ষ) অফিসিয়াল পেইজকে প্রোমোশনাল পার্টনার হিসাবে কাজ করার জন্য। পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয় ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি।
আকিবের এই অর্জনে তার পরিবার, স্বজন, বন্ধু, পাড়া- প্রতিবেশী গলাচিপা উপজেলার বিভিন্ন স্তরের  মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অভিনন্দন জানিয়ে কমেন্ট ও পোস্ট করছেন।
উল্লেখ গত ৫ জুলাই (সোমবার) ভার্চুয়াল মাধ্যমে মুজিব অলিম্পিয়াডে বিজয়ীদের নাম ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  ‘‘অনলাইন কুইজ’ পর্বে ১০ জন এবং ‘আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা’য় বিজয়ী হয়েছেন ১২ জন। বঙ্গবন্ধু অলিম্পিয়াড জয় করে লাখপতি হলেন মোট ২২ বিজয়ী।
প্রতিমন্ত্রী জানান, বিজয়ীদের শারীরিক ভাবে উপস্থিত হতে পারার সুযোগ না থাকায় স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে তাদের কাছে পুরস্কার পৌঁছে দেয়া হবে।
তিনি আরোও জানান, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের তথ্য ও উপাত্ত তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়া এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কারণ আমাদের শিশু-কিশোর তরুণরা তথ্য উপাত্ত পেতে এই মাধ্যম ব্যবহার করেন।
আর এই সুযোগ কাজে লাগিয়ে  করোনাতেও আইসিটি বিভাগ কোটি কোটি মানুষের কাছে বঙ্গবন্ধু ও তার আদর্শকে পৌঁছে দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker