কৃষি ও পরিবেশ

হাওরে বীজতলা পরিচর্যা ও জমি তৈরিতে ব্যস্ত কৃষক

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বোরো ধানের বীজতলা শেষ পরিচর্যায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষক। চলতি বছর সঠিক সময়ে পানি নেমে যাওয়ায়, ধানের চারা রোপনের জন্য চলছে জমি তৈরির কাজ।কোনো কোনো কৃষক চারা রোপণ শুরু করেও দিয়েছে ইতিমধ্যে। আবহাওয়া বৈরী না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে, এমনটাই আশা কৃষি বিভাগের।

সংশ্লিষ্ট অফিস সূত্র মতে, এ বছর ১ লাখ ৬৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু হাওরেই আবাদ হবে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে।

Image

চাষিদের বোরো ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে আবাদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস।কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা বোরো ধানের বীজতলা প্রস্তুত করতে সনাতন পদ্ধতিতে দিচ্ছেন পানি, সার। এরই মধ্যে বীজতলা প্রস্তুত হয়েছে ৭ হাজার ৮৯০ হেক্টর জমিতে।সবুজে ছেয়ে গেছে বীজতলায় মাঠঘাট।

চলতি মৌসুমে হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় সময়মতো রোপণ করতে পারবেন চারা তাই বেজায় খুশি কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবদুস সাত্তার বলেন, আবহাওয়া এ বছর অনুকূলে। আমরা আশা করছি হাওর এলাকার কৃষকেরা বোরো ধান চাষ করে এবার বাম্পার ফলন পাবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker