আবহাওয়া ও জলবায়ু

ঘূর্ণিঝড় হামুনের নাম দিল কে

বঙ্গোপসাগর ও আরব সাগরে গঠিত গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়গুলোর নাম অনুমোদনের জন্য ১৩ সদস্যের একটি আঞ্চলিক কমিটি আছে। ক্রমিক আদেশের ভিত্তিতে এই কমিটির সদস্য দেশগুলো একেকটি ঘূর্ণিঝড়ের নামকরণ করে। সে হিসেবে এবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের নামকরণ করেছে ইরান। 

হামুন এরই মধ্যে শক্তি সঞ্চয় করে প্রবল আকার ধারণ করেছে।

ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

ভারতের অর্থ-বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট লাইভ মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হামুন’ ফার্সি শব্দ। এটি দিয়ে মরুভূমির হ্রদ বা জলাভূমিকে বোঝায়।

সাধারণত, জাতি, রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না করে সে দিক বিবেচনায় ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর প্রস্তাবিত নাম হতে হয় সংক্ষিপ্ত, উচ্চারণে সহজ ও আট অক্ষরের।

নামকরণের আঞ্চলিক কমিটি বা এসকাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস এর সদস্য দেশগুলো হলো, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker