ফুটবল

এনজোর জন্য ১২০ মিলিয়ন ইউরো ‘বিশাল ঝুঁকি’, চেলসিকে গালাসের সতর্কবার্তা

এনজো ফার্নান্দেজের জন্য ১২০ মিলিয়ন ইউরো খরচ করা হবে ‘বিশাল ঝুঁকি’। এমন মন্তব্যের মাধ্যমে ইংলিশ জায়ান্ট চেলসির প্রতি সতর্কবার্তা ছুঁড়ে দিলেন চেলসি ও আর্সেনালের হয়ে খেলা সাবেক ফরাসি ফুটবলার উইলিয়াম গালাস। তাতে, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজকে কেনার ব্যাপারে চেলসির সংশয়ই হয়তো বাড়বে। খবর গোল ডটকমের।

কাতার বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজকে কেনার ব্যাপারে চেলসির আগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। বেনফিকায় খেলা এই মিডফিল্ডারের প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও ইউরোপিয়ান ফুটবলে তার অনভিজ্ঞতার কারণটি তুলে ধরেছেন উইলিয়াম গালাস। ২১ বছর বয়সী এনজোর ব্যাপারে ফরাসি গণমাধ্যম গেন্টিং ক্যাসিনোর সাথে আলাপচারিতায় সাবেক এই চেলসি ডিফেন্ডার বলেন, প্রশ্ন হচ্ছে, এনজোর দাম ন্যায্য কিনা। বিশ্বকাপে এত কম বয়সে সে যে পারফরমেন্স দিয়েছে তা সত্যি দারুণ। এ কারণেই, কাতার বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ও হয়েছে সে। আমি জানতাম না, সে এতটা তরুণ। প্রাপ্তবয়স্কদের মতোই খেলেছে সে। তার খেলা ও ব্যক্তিত্ব দেখে মনে হয়েছে, বিশ্বকাপ ওর আগেই জেতা। তার মতো খেলোয়াড়কে দেখা তাই আনন্দের। তবে, সে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এত মূল্যের যোগ্য কিনা তা নিয়ে আমি কিছুটা সন্দিহান।

উইলিয়াম গালাস আরও বলেন, খেলোয়াড়দের দাম নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার কেবল সেই খেলোয়াড়দের দাম নিয়ে সমস্যা আছে, যারা এখনও প্রমাণিত নয়। যেকোনো খেলোয়াড়েরই একটি দুর্দান্ত মৌসুম কাটতে পারে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মৌসুমগুলোও সেভাবেই কাটানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেবল তখনই সেই খেলোয়াড়ের এমন দাম হতে পারে। কিন্তু মাত্র দুই ম্যাচ পরই এমন বিশাল মূল্য লাগিয়ে দেয়াটা কীভাবে সম্ভব? আমি জানি, এটা বাজার। তবে, ক্লাবগুলোরও সতর্ক হতে হবে। এভাবে একজনের মূল্য ১২০ মিলিয়ন ইউরো নির্ধারণ করা যায় না; যেখানে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতে এসে কারও প্রথম মৌসুম ভালো কাটবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। লা লিগার থেকে প্রিমিয়ার লিগ ভিন্ন। চেলসির উচিত তাই সতর্ক হওয়া। আমার মনে হয়, এরই মধ্যে তারা বড়সড় ভুল করে ফেলেছে। এটা এক বিশাল ঝুঁকি।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker