জাতীয়

বঙ্গবন্ধু সেটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলের সম্প্রচার বিঘ্ন হতে পারে, কারণ জেনে নিন!

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও সূর্য এক রেখায় অবস্থান করায় আগামীকাল শুক্রবার থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার ব্যাহত হতে পারে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) কারিগরি, গবেষণা ও পরিকল্পনার মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্যাটেলাইটের সংকেত বাধা পাওয়ার কারণে এ সময়ের মধ্যে মোট ৮১ মিনিট টিভি চ্যানেল সম্প্রচারে সমস্যা হতে পারে।

একই রেখায় থাকলে সূর্যরশ্মি স্যাটেলাইটের সংকেতের ওপর প্রভাব ফেলে। এর ফলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার করা ৩৯টি দেশীয় চ্যানেলের ছবি নষ্ট হয়ে যেতে পারে বলে জানান তিনি।

মো: শফিকুল ইসলাম বলেন, ‘সূর্যের বিকিরণের কারণে প্রচার বিঘ্ন ঘটতে পারে। তবে তা সীমিত আকারে হবে। বিশ্বের সব স্যাটেলাইট বছরে একটি নির্দিষ্ট সময়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়।’

প্রাকৃতিক কারণে সৃষ্ট এই সাময়িক সমস্যার জন্য বিএসসিএল দুঃখ প্রকাশ করেছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker