আন্তর্জাতিক

নেপালে ২২ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

নেপালের একটি বেসরকারি এয়ারলাইন্সের মালিকানাধীন একটি যাত্রীবাহী বিমান ২২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার (২৯ মে) বিমানটি রাজধানী কাঠমান্ডুর কাছে পোখারা শহর থেকে জমসম শহরে যাচ্ছিলো। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মুসতাং জেলার কাছাকাছি এলাকায় বিমানটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান সেখানকার চীফ ডিসট্রিক্ট অফিসার নেত্র প্রসাদ শর্মা।

বিমানটি তারা এয়ার নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে জানিয়েছে নেপালের বিমান কর্তৃপক্ষ।

এয়ারলাইন্সের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বিমানে চারজন ভারতীয়, দুইজন জার্মান ও ১৬ জন নেপালি নাগরিক ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিমানের তিনজন ক্রু।

নিখোঁজ বিমানটির সন্ধান চালাতে দুইটি হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নেপালের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার মুসতাং জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুসন্ধানকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সংকট কাটাতে রুশ তেল নিচ্ছে শ্রীলঙ্কা

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এয়ারস্ট্রিপের কারণে নেপালে প্রায়ই অভ্যন্তরীণ বিমান দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে ২০১৬ সালে তারা এয়ারলাইন্সের একটি টুইন অটার বিমান পশ্চিম নেপালের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়ে ২৩ আরোহীর মৃত্যু হয়। সেই বিমানটিও পোখারা থেকে জমসম যাচ্ছিলো।

২০১৮ সালে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ল্যান্ডিংয়ের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker