ঢাকারাজশাহীস্বাস্থ্য

এক দিনে ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে। যা গত পাঁচ বছরে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ। এ সময় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৯২ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৪৬ জনের এবং মোট সংক্রমিত হয়েছে ২৫ হাজার ৭৯২ জন।

আজ বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ৭৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯২২ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৮৭০ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছে।এই সময়ে নতুন করে আরো ১৯ জন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৫ হাজার ৭৯২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ হাজার ৯৪ জন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker