শিক্ষা

পবিত্র-ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ সাত কলেজের অনলাইন ক্লাস

করোনার কারণে গত বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বশরীরে ক্লাস ও পরীক্ষাও বন্ধ রয়েছে। কঠোর লকডাউনে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কিন্তু খোলা ছিলো অফিশিয়াল কার্যক্রম। অনলাইনে চলছে শিক্ষার্থীদের পড়াশোনা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের লকডাউনে স্বশরীরে ক্লাস বন্ধ থাকলেও কলেজ ও ডিপার্টমেন্ট এর উদ্যেগে চলছিলো অনলাইন ক্লাস। কিন্তু আসন্ন ‘পবিত্র-ঈদ-উল-আযহা উপলক্ষে আজ (১৭ জুলাই)  শনিবার থেকে (২৫ জুলাই) রবিবার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে সাত কলেজের অনলাইন ক্লাস।
গত (১৪ জুলাই) বুধবার ঢাকা কলেজ এর অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় এ বন্ধের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৭ জুলাই ২০২১ শনিবার থেকে ২৫ জুলাই ২০২১ রবিবার পর্যন্ত কলেজের সকল একাডেমিক কার্যক্রম ও অনলাইন ক্লাস সমূহ বন্ধ থাকবে।
এতে আরো বলা হয় সরকারি ছুটি ব্যাতীত অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। এছারাও আগামী ২৬ জুলাই ২০২১ইং তারিখ রোজ সোমবার থেকে কলেজের অনলাইন ক্লাসসমূহ যথারীতি চলবে বলে জানানো হয়।
সাত কলেজের অন্যান্য কলেজ- ইডেন মহিলা কলেজ, সরকারী তিতুমীর কলেজ, সরকারী বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজ ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ও জারিকৃত ২০২১ সালের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী ‘পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষে অনলাইন ক্লাস বন্ধের একই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানা যায়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker