শিক্ষা

ছাত্র ইউনিয়নের চার নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চার নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে টিএসসি ও শাহবাগ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে ছাত্র ইউনিয়নের অভিযোগ।

হামলায় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, ঢাকা মহানগর সংসদের নেতা তাহমিদ তাজয়ার শুভ্র এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতা শাহরিয়ার শিহাব আহত হয়েছেন। তাদের মধ্যে মেঘমাল্লার বসু গুরুতর আহত হয়েছেন বলে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিমুল কুম্ভকার বলেন, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বদ্ধভূমিতে প্রোগ্রাম শেষে তারা টিএসসি এসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা মেঘমল্লার বসু ও শুভ্রর ওপর অতর্কিত হামলা করে। শাহবাগের দিকে মাইন ও শিহাবকেও তারা মেরেছে। আহতদের প্রথমে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

তবে মেঘমল্লার বসু বেশি আহত হয়েছেন। তার চোখে আঘাত লেগেছে, শ্যামলীতে জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে নেওয়া হচ্ছে। 

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এটা মিথ্যা অভিযোগ। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ।

তারা যে কাজ করেছে সেজন্য সাংগঠনিকভাবে ক্ষমা না চাইলে আমরা তাদের নিরাপত্তা দিতে পারবো না। এর আগে গত মঙ্গলবার ছাত্র ইউনিয়নের সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব তৈরি হয়। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ির পানছড়িতে পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমাসহ চারজনকে হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল করে। শেষ হলে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ সম্বলিত ব্যানার-ফেস্টুন ভাঙা নিয়ে ছাত্রলীগ ও গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে জোটের নেতাকর্মীদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে ব্যানার ফেস্টুন ভেঙে ফেলা নিয়ে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দোষারোপ করে ছাত্রলীগ।

একই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে রাজু ভাস্কর্য কালো রংয়ের ব্যানারে ঢেকে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাস্কর্যের নিচের অংশে ঢেকে দেওয়া ব্যানারে লেখা হয়, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker