সিলেট

হত্যা মামলার ২০ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ডের রায়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তমজিদ আলী নিহতের ঘটনার মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ২২ বছর পর আজ সোমবার দুপুর ১২টার দিকে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালরে বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন এবং রইছ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৮ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে তমজিদ আলীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম বলেন, ‘আদালত ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন। বাকি আসামিদের খালাস দিয়েছেন।’ 


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker