গোবিন্দগঞ্জ

সরকারি নির্ধারিত মূল্যের বেশী দামে সার বিক্রির প্রতিবাদে মানবন্ধন

অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির প্রতিবাদে এবং সরকারি নির্ধারিত মূল্যে সার পাওয়ার দাবীতে গাইবান্ধায় মানবন্ধন করেছে প্রান্তি কৃষকরা।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে জেলার মহিমাগঞ্জে স্থানীয় কৃষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে কৃষক নেতারা বলেন, সরকার রাসায়নিক সারের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও ডিলাররা অতিরিক্ত মূল্যে সব ধরনের সার বিক্রি করছেন। তবে সারের ক্রেতা কৃষকদের, কোন রশিদ বা ভাউচার দিচ্ছেনা সার বিক্রেতা ডিলাররা। এমনিতেই এ অঞ্চলে বৃষ্টি না হওয়ায়, পানি কিনে সেচ দেওয়ায় কৃষকদের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।

তারা আরও বলেন, চলতি আমন মৌসুম ও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে ধান ও বিভিন্ন ধরণের শীতকালীন শাক সবজির চাষ করতে গিয়ে কৃষকদের অধিক ব্যয়ভার বহন করতে হিমসীম খেতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশের কৃষি উৎপাদন চরমভাবে ব্যহত হবে। দেশ চরম খাদ্য ঘাটতির মুখে পড়বে। তাই কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পায় সে বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক নেতা নূরুল ইসলাম, ফেরদৌস আলম, খায়রুল আলম রাজা, আজিম উদ্দিন সহ অন্যান্য কৃষক নেতৃবৃন্দ।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker