নেত্রকোণা

কলমাকান্দায় জব্দ করা তেল বোতলে লেখা দামে কিনতে ক্রেতাদের ভিড়

নেত্রকোণার কলমাকান্দা থানা পুলিশের অভিযানে তিন হাজার ৭৭২ লিটার জব্দ করার ফ্রেশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বোতলের গায়ের প্রদর্শিত মূল্যে বিক্রির সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুর থেকে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মো: আবুল হাসেম এর নির্দেশে থানা পুলিশের উপস্থিতিতে তিন হাজার ৭৭২ লিটার জব্দ করার ফ্রেশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল গায়ের প্রদর্শিত মূল্যে খোলাবাজারে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। এসময় ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মো: জহিরুল ইসলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১১ মে) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ইসলাম ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে তিন হাজার ৭৭২ লিটার বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের ভোজ্য তেল জব্দ করা হয়।

প্রতিটি বোতলের গায়ে দাম লেখা রয়েছে ১৫৯ টাকা। এই দামে তেল কিনতে সেখানে মুহূর্তেই ক্রেতাদের ভিড় জমে যায়।

পরে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবুল হাসেম ইসলাম ট্রেডার্সকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেন ও বোতলের গায়ে প্রদর্শিত মূল্যে খোলা বাজারে ন্যায্য দামে বিক্রির নির্দেশনা দেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker