নেত্রকোণা

৫ মিনিটের ঝড়ে লন্ডবন্ড মোহনগঞ্জ

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন ও বড়তলী বানিহারী ইউনিয়নের অন্তত ৪টি গ্রামের প্রায় শতাধিক ঘর বাড়ি ঘূর্ণিঝড়ের প্রবল আঘাতে তছনছ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে মাত্র ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে এই কাণ্ড ঘটে।

জানা যায়, ঘূর্ণিঝড়ে ৩নং তেতুলিয়া ইউনিয়ন এর পশুখালী গ্রামের ৬০ টি, হরিপুর গ্রামের ২৫ টি ও ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নের নয়াগাও গ্রামের ২০ টি ঘর ভেঙে যায়।

এতে যুবক বৃদ্ধ/বৃদ্ধা সহ ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও গৃহপালিত পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ জানান, তাদের বিদ্যালয়ের পুরাতন ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকঞ্জি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হবে। ইতোমধ্যে তাৎক্ষণিক ভাবে চেয়ারম্যান এর মাধ্যমে তালিকা প্রনয়ন করে কিছু শুকনো খাবার পাঠিয়েছি।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button