টাঙ্গাইল

সখীপুরের বনে চিতাবাঘ, এলাকায় আতঙ্ক

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়ার প্রাকৃতিক বনের বেতবাগানে চিতাবাঘের দেখা মিলেছে। এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বরাতে নিশ্চিত করেছেন স্থানীয় বন কর্মকর্তা আব্দুল আহাদ।

শনিবার (১০ সেপ্টেম্বর) হতেয়া এলাকার সালাম খাঁর ছেলে শাকিব বেতবাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে চিতাবাঘের মত দেখতে ওই প্রাণীকে পথের মধ্যে বসে থাকতে দেখেন।

তিনি চিতাবাঘটির ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফেসবুকে পোস্ট লিখে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে।

শাকিব বলেন, ‘হতেয়ার বনের মধ্যে লোকজন চলাচল করে। আমি সেখান দিয়ে যাওয়ার পথে হঠাৎ বাঘটিকে বসে থাকতে দেখে ছবি তুলি।’

হতেয়ার বাজারের মা ফার্মেসির মালিক সজিব বলেন, শাকিব বাঘের ছবি তুলে বাজারে এসে তা লোকজনদের দেখান। এরপর স্থানীয় কয়েকজন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদকে বাঘের ছবিটি দেখান। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বন কর্মকর্তা আব্দুল আহাদ জানান, হতেয়া এলাকায় চিতাবাঘের মতোই এক প্রাণীর দেখা মিলেছে বলে সজীবসহ বেশ কয়েকজন এলাকাবাসী তাকে জানান। এ কারণে এলাকার লোকজনকে বেতবাগানে ঢুকতে নিষেধ করে সর্তকতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker