টাঙ্গাইল

কালিহাতীতে মিথ্যা মামলায় হয়রানির শিকার একটি পরিবার

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার দক্ষিন পাড়া গ্রামে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী ট্রাক চালক মো: বাহাদুর আলীর ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ধামাচাপা দিতে প্রতিপক্ষ শাহ আলমের মেয়েকে দিয়ে শ্লীলতাহানীর চেষ্টার একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হয়রানির শিকার হয়ে প্রতিকার চেয়ে সোমবার দুপুরে কালিহাতী মুন্সিপাড়া হাট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন করেন ট্রাক চালক মো: বাহাদুর আলী ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মো: বাহাদুর আলী বলেন, সম্পতি বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী শাহ আলমের আত্বীয় মো: জুয়েল মিয়া, মো: নয়ন, আছর আলী, লাল মিয়া, ভোলা, নাজমা বেগম, ফিরোজা আক্তার, হাছনা বেগম, শাহনাজ আক্তার, নাছিমা ও সোমলা খাতুন মিলে আমার স্ত্রী তারাবানুর ওপর হামলা ও বাড়ি-ঘর ভাঙচুর করেন। এ হামলার ঘটনা ধামাচাপা দিতে ঘটনার একদিন আগে গত ১৩ জুন শাহ আলমের মেয়েকে দিয়ে শ্লীলতাহানীর চেষ্টার মিথ্যা সাজানোর অভিযোগে গত ১৮জুন আদালতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ সময় কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল আলম মিন্টু, সাধারন সম্পাদক মো: হারুন-অর-রশিদসহ কালিহাতী দক্ষিণ পাড়া এলাকার শতাধিক লোক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এব্যাপারে শাহ আলমের মেয়ে বলেন, ট্রাক চালক মো: বাহাদুর আলী আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করায় আদালতে মামলা করেছি।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker