কিশোরগঞ্জ

এমপি লিপির উপহার ঘর পেলেন বিধবা মনোয়ারা

২০ বছর যাবৎ জরাজীর্ণ নড়বড়ে কুঁড়ে ঘরে বাস করা সেই বিধবা মনোয়ারাকে একটি ঘর উপহার দিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি।

উপহারের সেই নতুন ঘরে পুত্র, পুত্রবধু ও নাতীদের নিয়ে বসবাস শুরু করেছেন বিধবা মনোয়ারা।

জানা যায়, হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বিধবা মনোয়ারা ২০ বছর যাবৎ জরাজীর্ণ নড়বড়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি স্থানীয় অনলাইন পোর্টালে প্রকাশিত হলে এমপি লিপির নজরে আসে। পরে সংসদ সদস্য ডা: জাকিয়া নুর লিপির পক্ষে হোসেনপুরের স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম ঘর তৈরীর জায়গা পরিদর্শন ও এসব ব্যাপারে ওই বিধবার সাথে কথা বলেন।

নতুন ঘর পেয়ে আনন্দে আত্নহারা বিধবা মনোয়ারা বলেন, ‘আমি এহন আরামে নতুন ঘরে বসবাস করবাম। মেঘ বৃষ্টিতে আর কষ্ট করা লাগতো না। আল্লাহ আমরার এমপির মঙ্গল করুক।’

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম জানান, বিষয়টি আপার (এমপির) নজরে আসলে তিনি আমাকে ঘরটি পরিদর্শন করার কথা বলেন। আপার নির্দেশ অনুযায়ীই ঘরটি করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker