কিশোরগঞ্জ

সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনের ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ

আসন্ন ঈদ-উল-ফিতরকে ঘিরে মুসলিম জাহান মেতে উঠবে ঈদের খুশিতে ।হত দরিদ্র মানুষগুলির যেন এ খুশি ম্লান না হয় ।দুস্থ মানুষদের ঈদ উৎসব ভালো ভাবে কাটে সেই কারণে এগিয়ে এলেন কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তিনবারের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ সিরাজ উদ্দিন (এমএ) নিজ উদ্যোগে দুস্হ মানুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

রবিবার (পয়েলা মে) উপজেলার সিদলা ইউনিয়ন ও প্রতিবেশী ইউনিয়নের শতাধিক মানুষদের মধ্যে ,নিজ বাড়ী বিশ্বনাথপুর থেকে বিতরণ করেণ। নতুন বস্ত্র পেয়ে খুশি দুস্থ মানুষেরা এবং সিরাজ উদ্দিনের এহেন জনহিতকর কার্যে সফলতা কামনা ও দুহাত তুলে দোয়া করেণ।তিনি যেন সারাজীবন এমনই ভাবে অতীত বর্তমানের মত অসহায়দের পাশে থাকেন এমনটিই আাশা পোষণ করেণ।

জানা যায়, তিনি বিভিন্ন দূর্যোগে বা জনগনের যেকোন বিপদে পাশে থেকে পরোপকার করে চলেছেন ছেলে বেলা থেকেই।ন্যায় বিচারক,দানবীর হিসেবে সর্বমহলে আলোচিত নাম মোহাম্মদ সিরাজ উদ্দীন।

ইসলামিক তত্বে,দান-সদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালা- মুসিবত থেকে মহান রব আমাদের হেফাজত করেন। দান করলে ধন বেড়ে যায় কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশি গরীব-দুঃখীসহ অনেকের উপকার হয়। মহান রব বলেন। “যদি তোমরা প্রকাশ্যে দান-সদকা কর, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান করে দাও, তবে আরো বেশি উত্তম। আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।” (সূরা: বাকারা, আয়াত: ২৭১)।

মোহাম্মদ সিরাজ উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ! আজ নিজ উদ্যোগে গরীব দুস্থ অসহায়দের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করি। বাকি জীবনটাও পরহিতার্থে কাটাতে চাই। মানুষের উপকার করার ইচ্ছা থাকলে পদ পদবী ছাড়াও মানুষের জন্য কাজ করা যায়। দোয়া চাই সকলের।ঈদ হোক সকলের শান্তি সুখের, ঈদ মোবারক।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker