ভোলা

ভোলার জেলা ও দায়রা জজ এর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

ভোলার বিদায়ী জেলা ও দায়রা জজ ডাঃ এ বি এম মাহামুদুল হক এর বদলির আদেশ বাতিল ও তাকে পূর্নবহালের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৫ সেপ্টেম্বর) ভোলা জেলা আদালতের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন ভোলা জেলা শাখা ও সাধারণ জনগনের ব্যানারে জেলা ও দায়রা জজজে পূর্নবহালের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সেরেস্তাদার আকরাম আলী, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন ভোলা জেলা শাখার আহ্বায়ক মীর ইকবাল, সদস্য সচিব সাইফুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আবিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আকতার হোসেন।

এ সময় বক্তারা বলেন, ভোলা জেলা দায়রা জজ ডাঃ এ বি এম মাহামুদুল হক সৎ ও ন্যয়পরায়ন বিচারক। তিনি ভোলায় যোগদানের পর থেকে সততা, দক্ষতা, ও ন্যয়পরায়নতার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বিচারে সুলভ মনোভাব প্রয়োগ, সঠিক ও ন্যয় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচারক আইনজীবী, আদালতের কর্মচারী ও জনগনের আস্তা অর্জন করেছেন।

ডাঃ এ বি এম মাহামুদুল হক বিচার ব্যবস্থা ও আদালতের পরিবেশের ব্যাপক উন্নয়ন মূলক সংস্কার করেন। তার সময়ে জরাজীর্ণ আদালত চত্বরকে অত্যাধুনিক ও জনবান্ধব হিসেবে তৈরি করেন। তিনি আদালতের পুকুর ঘাট সংস্কার, খেলার মাঠসহ ক্রীড়া কমপ্লেক্স , গাড়ি রাখার গ্যারেজ, অত্যাধুনিক কনফারেন্স রুম, দৃষ্টিনন্দন জজেজ কোয়ার্টার নির্মানসহ অনেক উন্নয়ন মূলক কাজ করেন। দীর্ঘ ৬ বছর ধরে ঝুলে থাকা কর্মচারি নিয়োগ কার্যক্রম দক্ষতার সাথে সম্পন্ন করে আইন সংগত ও ন্যায় সংগতভাবে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করেন।একটি মহল তার ইমেজকে ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে দাবিকরেন তারা।

ডাঃ এ বি এম মাহামুদুল হকের অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল পূর্বক ভোলার জেলা ও দায়রা জজ হিসেবে পূর্নবহালের দাবি জানান তারা।

উল্লেখ,কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ১১ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার সংশ্লিষ্টতার অভিযোগে ভোলা জেলা ও দায়রা জজ এ. বি, এম, মাহমুদুল হককে বদলি করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker