সারাদেশ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কলেজ প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড.সুফিয়া বুলবুল

প্রানঘাতীক করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুফিয়া বুলবুল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী এবং দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বুধবার (১১ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মিশন ৯০, এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইরম জাহান ।

ড. ইরম জাহান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. সুফিয়া বুলবুল ইন্তেকাল করেছেন।

তিনি বলেন, অধ্যাপক ড. সুফিয়া বুলবুল অসাধারন ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মহান এ শিক্ষাবিদের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি বিসিএস ৮২তম ব্যাচের একজন ক্যাডার ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরিফা সুলতানা।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker