তাড়াশসারাদেশসিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তর এলাকায় আমন চাষের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। ফলে চাষাবাদ নিয়ে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা।
তালম ইউনিয়নের পাড়িল গ্রামের কৃষক আঃ মান্নান বলেন, আমন ধান রোপণের জন্য ক্ষেত চাষ করতে ও ধান বীজ ক্ষেতে রোপণ করতে  তেমন পানি সেচের প্রয়োজন হচ্ছেনা। বৃষ্টির পানিতেই চাষাবাদ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আবহাওয়া অনূকূলে থাকলে ভালো ফলন পাওয়ার প্রত্যাশা করছি।
সোমবার সরেজমিনে দেখা গেছে, তালম ইউনিয়নের গুল্টা গ্রাম ,মানিকচাপড় গ্রাম,গোন্তা গ্রাম , চৌড়া গ্রাম ,লাউতা গ্রাম , জন্তিপুর গ্রাম এলাকা, অপরদিকে দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রাম,দোগাড়িয়া গ্রাম, তেঘড়ি,পালাশি গ্রাম এলাকা ও বারুহাস ইউনিয়নের রানীদিঘী গ্রাম,লাউশন গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠগুলোর জমিতে জমিতে  আমন ধানের চারা রোপন করছেন কৃষি শ্রমিকরা।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা জানান, ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তিনি আরো জানান, আমনের ভালো ফলন পেতে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে  কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker