খেলাধুলা

কিউইদের ওপর হামলার হুমকি গেছে ভারত থেকে: পাকিস্তান

নিরাপত্তা হুমকির কথা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড। সেই সিরিজ বাতিলের দোষ ভারতের ঘাড়ে চাপাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর দাবি, নিউজিল্যান্ডকে হুমকি দিয়ে পাঠানো ই-মেল ভারত থেকে গিয়েছিল।

নিউজিল্যান্ডের দেখাদেখি বিশ্বকাপের আগে নিজেদের পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। পাশাপাশি অস্ট্রেলিয়াও তাদের আসন্ন পাকিস্তান সফর নিয়ে ভাবতে শুরু করেছে। সবমিলিয়ে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর মিশনে থাকা পাকিস্তান বিপাকে পড়ে গেছে।

আর এসব কিছুর মূলে ভারতের এক অজ্ঞাত ব্যক্তি- এমনটাই অভিযোগ করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। বিষয়টিকে আরও গভীরভাবে তদন্ত করার জন্য ইন্টারপোলের সাহায্য প্রার্থনা করেছেন ফাহাদ।

তবে নিজেরা খোঁজখবর নিয়ে জানা তথ্য দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাহাদের ভাষ্য, ‘১৭ সেপ্টেম্বর হামলার আশঙ্কায় নিউজিল্যান্ড সরকার সিরিজটি বাতিল করে আমাদের কিছু না জানিয়েই। পরের দিন আমরা বিস্তারিত জানতে পারি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় ভোর ৬.২৫মিনিটে হামজাআফ্রিদি৭৮৯৯@জিমেইলডটকম (hamzaafridi7899@gmail.com) নামের ই-মেইল আইডি থেকে তাদের কাছে একটি মেইল যায়। নিউজিল্যান্ডের পুলিশ একই সময়ে মেইলটি পায়। পাকিস্তানে সময় তখন রাত ১১.২৫ মিনিট।’

তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, ই-মেইলটি বানানো হয়েছিল পাকিস্তানের স্থানীয় সময় ১১.১০ মিনিটে। এটা স্পষ্ট যে নির্দিষ্ট কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই মেইলটি পাঠানো হয়েছিল। ভারত থেকে একটি ডিভাইসে ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন দেখিয়ে ই-মেইলটি পাঠানো হয়েছিলো।’

‘একই সঙ্গে ভারতীয় নামে আরও ১২টি মেইল খোলা ছিল সেই ডিভাইসে। ভারতীয় সিম জিও ব্যবহার করা হয় সেই ডিভাইসে। আর এটি ইঙ্গিত দেয় ভারতের সংস্থা সিরিজ বাতিলের পেছনে জড়িত।’

গত ১৭ তারিখ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড সফরের আনুষ্ঠানিকতা, কিন্তু তার ঠিক আগ মুহূর্তে একটি মেইল এলোমেলো করে দেয় সবকিছু।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker