রাজনীতি

যানবাহনে আগুন-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২৩০

বিএনপির নবম দফা অবরোধের প্রথম দিন গতকাল রবিবার রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে তিনটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাকে আগুন দিলে চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। এ নিয়ে চলতি মাসের তিন দিনে ১৩ যানবাহনে আগুন দেওয়া হলো। এ ছাড়া গতকাল রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন।

বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

গতকালও বিভিন্ন স্থানে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বিএনপির দাবি, গত এক দিনে দলটির ২৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে টানা আন্দোলনের নবম দফায় দুই দিনের অবরোধ ঘোষণা করে বিএনপি।

গতকাল ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে অবরোধ। গতকাল সকালে রাজধানীর সড়কে যানবাহনের চাপ আগের চেয়ে কম ছিল। তবে সন্ধ্যায় যানবাহনের চাপ বেড়ে যায়। কোনো কোনো সড়কে ছিল যানজট।
গতকালও দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি।

ট্রাকচালক ও হেলপার দগ্ধ

বিএনপির নবম দফা অবরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত তিন দিনে দুর্বৃত্তরা দেশে ১৪টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা মহানগরে ছয়টি, গাজীপুরে ছয়টি, সিলেটে একটি ও দিনাজপুরে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল ভোরে গাজীপুরের কালিয়াকৈরে রডবোঝাই চলন্ত ট্রাকে দেওয়া আগুনে চালক সাইফুল ইসলাম (৪৭) ও হেলপার জনি দগ্ধ হন। তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪৬টি যানবাহন ও স্থাপনায় আগুন এবং একটি অ্যাম্বুল্যান্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তাসহ আহত ২

অবরোধের আগের রাতে গত শনিবার রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমদাদুল হক খান ও তাঁর ভাতিজা নাজমুস সাদাত। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

হাসপাতালে আহত নাজমুস সাদাত বলেন, তিনি একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। তিনি ও তাঁর চাচা ইমদাদুল হক খান মোটরসাইকেলে করে কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরে (চাচার বাসা) যাওয়ার সময় ফার্মগেট মোড়ে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্তত ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল, চেকপোস্ট ও তল্লাশি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলেছে, ২৮ অক্টোবর থেকে যানবাহনে আগুন, নাশকতা ও হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত তিন হাজারের বেশি লোককে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে তারা। তবে বিএনপির নেতাদের দাবি, ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত ৮৯৮ মামলায় সারা দেশে ২১ হাজার ৮৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৭৯ হাজার ৭৭৮ জনকে। আহত হয়েছে আট হাজার ৫৫৪ জন। গতকাল রাত ৮টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker