রাজনীতি

আমি মানুষের জন্য রাজনীতি করি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের অধিকার, সম্মান ও নিরাপত্তার জন্য রাজনীতি করি। সবখানে শুধু ইলেকশন, ইলেকশন ও ইলেকশন। আমি নির্বাচনের জন্য রাজনীতি করি না। মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন শুধু মুক্তিযুদ্ধের কথা বললে হবে না। মানুষের খাওয়া পরার কথা বলতে হবে, মানুষের জীবনের নিরাপত্তার কথাও বলতে হবে। মানুষের নিরাপত্তা, সেবার প্রয়োজন হলে নির্বাচনে অংশ নিবো, প্রয়োজনে নিবো না। মানুষের সেবা করে যাবো। কোনো রাজনৈতিক দলই আমাদের কাছে কোন কিছুই না, বাংলাদেশ এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে, পালন করবো।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে কালিহাতী কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলু প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker