রাজনীতি

আওয়ামী লীগ নিয়ে ভুল তথ্য দিয়ে নতুন বিতর্কে বার্গম্যান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল থেকে নেত্র নিউজের প্রতিবেদনে লাইক দেওয়া হয়েছে বলে এক টুইট বার্তায় দাবি করেছেন সাংবাদিক পরিচয় দেওয়া বিতর্কিত ব্যক্তি ডেভিড বার্গম্যান।

এদিকে সোশ্যালে দেওয়া ওই রিয়্যাকশনটি আওয়ামী লীগের কোনো ভ্যারিফায়েড অ্যাকাউন্ট নয় এবং ভুয়া উল্লেখ করে তার এমন পোস্ট হাস্যকর বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বার্গম্যান ওই আইডির বিষয়ে যাচাই না করেই প্রোপাগান্ডার জন্য এমন অপপ্রচার চালিয়েছেন।

এক পোস্টে বার্গম্যান দাবি করেন, আওয়ামী লীগের মিডিয়া ও পাবলিসিটি সেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নেত্র নিউজের একটি প্রতিবেদনে লাইক দেওয়া হয়েছে।

সূত্র হিসেবে তিনি আনভেরিফাইড অ্যাকাউন্ট ‘মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেল বাংলাদেশ আওয়ামী লীগ’-এর একটি ছবি পোস্ট করেছেন।

এতে তিনি লেখেন, ‘বাংলাদেশে নির্যাতনের বিষয়ে নেত্র নিউজের প্রকাশিত খবর পছন্দ করেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মিডিয়া সেল’।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker