জাতীয়

জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে এসব হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৬৯০ জন।

আজ রবিবার অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল  রুম থেকে এতথ্যে জানানো হয়েছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৫২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। ঢাকায় ২০২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫০ জন।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার  ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ৯৮০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৪৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট  ৪২ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker