জাতীয়

মামলার রায় যত দ্রুত হবে, অপরাধও তত কমবে: প্রধানমন্ত্রী

মামলার রায় যত দ্রুত দেওয়া যাবে অপরাধ প্রবণতাও তত কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য যা যা করা প্রয়োজন সরকার করছে।

তিনি বলেন, ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারও নিশ্চিত করেছি। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতেও সরকার সব করছে।

শেখ হাসিনা বলেন, বিচারকরা রায় দিয়ে বাড়ি ফেরার সময় নানাভাবে আক্রমণের শিকার হতে পারেন। সেজন্য আমরা বিচারকদের নিরাপত্তা জোরদার করার নানান পদক্ষেপ গ্রহণ করেছি।

এ সময় বিচারকদের জন্য আন্তর্জাতিকমানের জুডিশিয়াল একাডেমি করার ঘোষণা দেন সরকারপ্রধান।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker