জাতীয়

ব্লাডলিংক-সুনামগঞ্জ ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে বন্যার্ত মধ্যে

সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্লাডলিংক সুনামগঞ্জ ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার যৌথ উদ্যোগ গ্রহণ করে।

পর্যায়ক্রমে ০৩ কার্য দিবসে আজ শেষ কার্য দিন বা মেগা সেবা সম্পন্ন হয়।

বিশ্বম্ভরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্যারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদি উর রহিম জাদিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কমিশনার জনাব আসমা বিনতে রফিক।

সভাপতিত্ব করেন জনাব স্বপন পাল, প্যানেল চেয়ারম্যান-পলাশ ইউনিয়ন পরিষদ।

ডা: রেজাউল করিম, ডা: হুমায়ুন ফারুক আলমগীর, ডা: উচ্ছ্বাস দাস দ্বীপ, ডা: উজ্জ্বল আহমেদের যৌথ বেঞ্চে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আমাদের পরবর্তী কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ। আজ (৭ জুলাই) ২০২২ ইং রোজ বৃহস্পতিবারে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করবো।
এমতাবস্থায় আগামীকাল বোধবার রাত ১২ টা পর্যন্ত আমাদের ফান্ড কালেকশন চলবে এবং ১২ ঘটিকার পর ফান্ড কালেকশন ক্লোজ করে দেয়া হবে।

চিকিৎসা সেবা, ঔষধ ও বস্ত্র বিতরণের আজকের এ কার্যক্রমে অর্থায়ন করেছে SACMO#729 পরিবার।

এছাড়াও আরো যারা আমাদের এ কার্যক্রমে অর্থায়ন করেছেন আমরা আপনাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ ও ভালোবাসা প্রকাশ করছি।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker